মানিকগঞ্জ প্রতিনিধি,
মানিকগঞ্জ জেলা হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কাজী একেএম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলা হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘন্টায় ১ জন করোনা আক্রান্ত ও ৫ জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘন্টায় এ ইউনিট থেকে ৩ জন করোনা আক্রান্ত রোগী ও ৫ জন উপসর্গ থাকা রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে কোভিড ইউনিটে ৪ জন করোনা আক্রান্ত রোগী ও ২২ জন করোনা উপসর্গ থাকায় মোট ২৬ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।