রাশিয়ায় তৈরি ‘স্পুটনিক ভি’ টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পেতে যাচ্ছে বলে দাবি করেছে দেশটি।
রোববার (৩ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানান, সামান্য কিছু কাজ শেষ হলেই অনুমোদন পাবে এ টিকা। রাশিয়ায় করোনা সংক্রমণ ঠেকাতে ব্যাপক হারে স্পুটনিক ভি টিকা দেওয়া হচ্ছে। বিশ্বের প্রায় ৭০টিরও বেশি দেশে অনুমোদন পেয়েছে এই টিকা।
স্পুটনিক ভি নিয়ে এ মুহূর্তে পর্যালোচনা করছে ডব্লিউএইচও ও ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (এএসএ)। এই সংস্থাগুলোর অনুমোদন পেলেই এই টিকা আরও বেশি দেশে অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে।
স্পুটনিক ভি নিয়ে আলোচনা করতে সুইজারল্যান্ডের জেনেভা শহরে ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মুরাশকো।
তিনি বলেন, ‘স্পুটনিক ভি টিকার নিবন্ধন নিয়ে রাশিয়ার অবস্থান সম্পর্কে ডব্লিউএইচওকে জানানো হয়েছে। ডব্লিউএইচওর অনুমোদন পেতে এ নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটির মাত্র কয়েকটি নথিতে স্বাক্ষর বাকি আছে।’