লার্স ভিকস
আমার নিউজ ডেক্স,
হজরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র আঁকা সুইডিশ একজন কার্টুনিস্ট সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে সোমবার (৪ অক্টোবর) এ খবর দিয়েছে বিবিসি।
বিবিসি জানায়, লার্স ভিকস নামের ওই কার্টুনিস্ট পুলিশের একটি গাড়িতে করে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কারিড শহরে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে তাকে বহনকারী গাড়ির সংঘর্ষ হয়। এ ঘটনায় গাড়িতে থাকা দুই পুলিশ অফিসারও নিহত হয়েছেন। আর ট্রাক ড্রাইভার আহত হয়েছেন।
মুহাম্মদ (সা.) এর কার্টুন আঁকার পর হত্যার হুমকি পেয়েছিলেন ভিকস। এরপর থেকেই পুলিশের নিরাপত্তায় ছিলেন ৭৫ বছর বয়সী এই কার্টুনিস্ট। ২০০৭ সালে ওই কার্টুন প্রকাশ করা হয়। এ ঘটনায় বিশ্বের মুসলিমরা ফুঁসে ওঠে। মুহাম্মদ (সা.) এর কোনও চিত্র বা ব্যঙ্গচিত্র আঁকাকে ধর্ম অবমাননা বলে মনে করে মুসলিমরা।
রোববারের (৩ অক্টোবর) ওই দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে ভিকসের পার্টনার এই কার্টুনিস্ট নিহত হওয়ার খবর নিশ্চিত করেন। এক বিবৃতিতে পুলিশ জানায়, কিভাবে এই সংঘর্ষ হয়েছে, সে ব্যাপারে তাদের স্পষ্ট ধারণা নেই। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, এ ঘটনায় অন্য কেউ জড়িত নেই।