আফগানিস্তানে নারীদের অধিকার নিয়ে নতুন একটি ডিক্রি জারি করেছে তালেবান সরকার। এতে বলা হয়েছে, নারীদের সম্পত্তি হিসেবে বিবেচনা করা যাবে না এবং বিয়েতে অবশ্যই তাদের সম্মতি নিতে হবে। শুক্রবার এ ডিক্রি জারি করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
ডিক্রিতে বলা হয়েছে, ‘এক জন নারী সম্পত্তি নয়, তিনি সম্মানিত ও স্বাধীন। শান্তির বিনিময়ে বা শত্রুতা শেষ করার জন্য কেউ তাকে কাউকে অন্যের কাছে হস্তান্তর করতে পারে না।’
এতে নারীদের বিয়ে ও ব্যক্তিগত সম্পত্তি সম্পর্কেও নির্দেশনা দেওয়া হয়েছে। নারীদের জোর করে বিয়ে দেওয়া যাবে না এবং মৃত স্বামীর সম্পত্তি বিধবাকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। নতুন সরকার কর্মক্ষেত্রে নারীদের নিষিদ্ধ করে।