1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন

বিশ্বে করোনায় আরও ৪ হাজারের বেশি মৃত্যু, শনাক্ত ১৩ লাখ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৩৯৯ বার দেখা হয়েছে

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৩ লাখের বেশি মানুষের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ লাখ ৬৫ হাজার ৬৬৬ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৯ কোটি ২৮ লাখ ৭০ হাজার ৯১০ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৫ কোটি ৫২ লাখ ৬০ হাজার ৬৪১ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ২৫৫ জন। এর আগের দিন করোনায় মারা ২ হাজার ৯৫২ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৩ লাখ ১৫ হাজার ৯৫৭ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৮ লাখ ২৩ হাজার ৬১২ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি দেশটিতে ৩ লাখ ৫১ হাজার ৭৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৬৩৮ জন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৫ কোটি ৭০ লাখ ৪৮ হাজার ৭৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, করোনায় প্রাণ গেছে ৮ লাখ ৪৮ হাজার ৪০৮ জনের।

গত এক দিনে করোনায় সবেচেয়ে বেশি ৮৩৫ জন মারা গেছে রাশিয়া। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ৩৪৩ জনের। রাশিয়ায় এখন পর্যন্ত ১ কোটি ৫৫ লাখ ৪ হাজার ৩০৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৩ লাখ ১১ হাজার ৩৫৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury