রাশিয়ার হামলার মুখে সামরিক শাসন জারি করতে যাচ্ছে ইউক্রেন। প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের বৈঠক ডেকেছেন।
বুধবার রাতে ইউক্রেনের পূর্বাঞ্চলে সেনা অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বৃহস্পতিবার ভোর থেকে হামলা শুরু করে মস্কোর সেনারা।
বিবিসি জানিয়েছে, রাশিয়ার আগ্রাসন ঠেকাতে দেশের নিয়ন্ত্রণ সামরিক বাহিনীর হাতে তুলে দিতে চাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। দেশে সামরিক শাসন জারি করতে তিনি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসতে যাচ্ছে কাউন্সিল।