ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোল শহরের আরো ভেতরে প্রবেশ করেছে রাশিয়ান সেনাবাহিনী।
শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ব্যাপক আকারে সংঘর্ষে প্রধান ইস্পাত কারখানা বন্ধ হয়ে গেছে এবং স্থানীয় কর্তৃপক্ষ আরো পশ্চিমা সাহায্য চেয়ে আবেদন করেছে। খবর আল জাজিরার।
মারিউপোল এ পর্যন্ত যুদ্ধের সবচেয়ে ভয়াবহ দুর্ভোগের দৃশ্য দেখতে যাচ্ছে। এই শহরের পতন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় স্থল আক্রমণে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে বড় বড় শহরের বাইরে আটকে থাকা রুশ সেনাদের জন্য একটি বড় অগ্রগতি হিসেবে গন্য করা হবে।
এক ভিডিও বার্তায়, শহরটির পুলিশ কর্মকর্তা মাইকেল ভার্শনিন জানান, শিশু ও বৃদ্ধরা প্রাণ হারাচ্ছেন। পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
এর আগে শুক্রবারে রকেট হামলায় দক্ষিণ শহর মাইকোলাইভে ৪০ জনের মতো মেরিন সেনা নিহত হওয়ার বিষয়টি শনিবার বিস্তারিত জানা যায়।
রুশ সেনারা ইতিমধ্যে মারিউপোলকে আজভ সাগর থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে এবং পতনের পর শহরটিকে ক্রিমিয়ার সাথে যুক্ত করা হতে পারে যেখানে ২০১৪ সাল থেকে মস্কো-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা নিয়ন্ত্রিন রয়েছে।