আমার নিউজ ডেস্ক:
ভারতের তেলেঙ্গানা রাজ্যের একটি কাঠের গুদামে লাগা আগুনে ১১ শ্রমিকের মৃত্যু হয়েছে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে রাজ্যটির পুলিশ।
বুধবার (২৩ মার্চ) ভোরের দিকে রাজ্যটির সিকান্দারবাদের ভোইগুড়ায় অবস্থিত ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইঞ্জিন তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, ভোরে যখন আগুন লাগে তখন কাঠের গুদামটির দ্বিতীয় তলায় ঘুমিয়ে ছিলেন বিহার থেকে আসা ১২ শ্রমিক। আগুন টের পেয়ে এক শ্রমিক ভবনটির ওপর থেকে লাফ দিয়ে নিজের প্রাণ বাঁচাতে পারলেও অন্য ১১ শ্রমিক দগ্ধ হয়ে মারা যান।