মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে সরানোর কোনও ইচ্ছা ওয়াশিংটনের নেই। রোববার ইসরায়েল সফররত ব্লিঙ্কেন এ কথা বলেছেন।
শনিবার পোল্যান্ডের ওয়ারস সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কসাই। তিনি ক্ষমতায় থাকতে পারবেন না। বাইডেনের এই মন্তব্যের সমালোচনা হচ্ছে খোদ যুক্তরাষ্ট্রেই।
রোববার বাইডেনের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে ব্লিঙ্কেন বলেন, ‘আমি মনে করি প্রেসিডেন্ট, হোয়াইট হাউস, গত রাতে এই বিষয়টি তুলে ধরেছিল, খুব সহজভাবে, প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেন বা অন্য কারো বিরুদ্ধে যুদ্ধ বা আগ্রাসন চালানোর ক্ষমতা দেওয়া যায় না।’
তিনি বলেন, ‘আপনারা যেমনটা জানেন এবং আপনারা আমাদের বারবার বলতে শুনেছেন, রাশিয়ায় বা অন্য কোথাও আমাদের শাসন পরিবর্তনের নীতি নেই। এই ক্ষেত্রে, যে কোনও ক্ষেত্রে, এটি প্রশ্নটি দেশের জনগণের উপর নির্ভর করে, এটি রাশিয়ার জনগণের উপর নির্ভর করছে।