আমার নিউজ ডেক্স:
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের একটি হাসপাতালের একই বিভাগে কর্মরত ১০ জন নার্স ও এক ডাক্তার একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন। সূত্র: আনন্দবাজার পত্রিকা ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার পর থেকে আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন করছেন, ওই হাসপাতালের পানিতে কিছু মেশানো নেই তো? হাসপাতালের নার্সরা অবশ্য জানিয়েছেন, তারা প্রত্যেকেই বাড়ি থেকে পানি নিয়ে আসেন।হানা মিলার নামে একজন গর্ভবতী নার্স বলেন, ‘একসঙ্গে ১১ জনের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা নিয়ে অনেকেই রসিকতা করছেন। চলতি বছর সবাই সন্তান জন্ম দিবেন। আরেক নার্স অ্যালেক্স বলেন, ‘এটা সত্যিই একটি আশ্চর্যজনক অভিজ্ঞতা। যেন আমাদের বন্ধন সারাজীবনের জন্য। একে অপরকে সাপোর্ট করা এবং একসঙ্গে গর্ভাবস্থার পর্যায় অতিক্রম করা এখন পর্যন্ত সেরা অভিজ্ঞতা।’