নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে মুলজান উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দীঘি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তার উদ্দিন আহমেদ রাজা । এসময় তিনি বলেন বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। বৎসরের প্রথম দিন সারা দেশের মতো আমরাও সকল শিক্ষার্থীর নতুন বই হাতে পেয়েছি।
নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উল্লাসে মেতে উঠে। সময়মত বই পেয়ে অবিভাবকরা সরকারকে ধন্যবাদ জানান। এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাচ্চু মিয়া, শিক্ষানুরাগী সদস্য বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টি ফোর টেলিভিশন এর জেলা প্রতিনিধি মোঃ কাবুল উদ্দিন খান, অবিভাবক সদস্য মোঃ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক রফিকুল হোসাইন ও আওলাদ হোসেন। অপর দিকে মুলজান সরকারী প্রাথমিক বিদ্যালয়েও বই বিতরণ করা হয়েছে। বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক পারভিন আখতার, মোঃ হাবিবুর রহমান, মোঃ জিন্নত আলী, মোঃ ছলিম উদ্দিন ,লুবনা আক্তার ও চন্দনা রাণী। কোমল মতি শিক্ষার্থীরা নতুন বই পেয়ে উল্লাস ফেটে পড়ে। বই উৎসব কে কেন্দ্র করে শিশুদের চোখে মুখে ছিল আনন্দের হাসি। মানিকগঞ্জ জেলায় এবার প্রাথমিকে ৯৭২টি বিদ্যালয়ে ৯লাখ ২৬ হাজার এবং মাধ্যমিকে ১৬০টি বিদ্যালয়ে ২০ লাখ ৯৪ হাজার ৪৫৭টি বই বিতরণ করা হয়েছে।