1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন

কার মাথায় বসবে কোহিনুর

  • প্রকাশের সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৮ বার দেখা হয়েছে

নিউজ ডেস্ক:

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে এখন ব্রিটেন শোকাহত। বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। রানির মৃত্যুর পর ব্রিটেনের রাজা এখন তার ছেলে চার্লস। রাজসিংহাসনে চার্লসের বসার আগেই অনেকের আগ্রহ বহুল আলোচিত কোহিনুর হিরা নিয়ে। এত বছর ধরে রানি এলিজাবেথের মুকুটে শোভা পাওয়া কোহিনুর এখন কার মুকুটে বসবে?

চলতি বছরের শুরুতেই রানি এলিজাবেথ ঘোষণা দিয়েছিলেন তার অবর্তমানে ‘কুইন কনসর্ট’ হবেন যুবরাজ চার্লসের স্ত্রী, ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা। সেই হিসেবে চার্লসের রাজা হিসাবে অভিষেকের সময় ক্যামিলার মাথাতেই উঠবে কোহিনুর বসানো মুকুট।

১০৫ দশমিক ৬ মেট্রিক ক্যারটের কোহিনুরের ওজন ২১ দশমিক ৬ গ্রাম। ১৩১০ সালে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির হাতে এই হিরা এসেছিল। ১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধে সেটি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের দখলে আসে। সপ্তদশ শতকে মুঘল সম্রাট শাহজাহানের দরবারে ময়ূর সিংহাসনে শোভা পেত কোহিনুর। পরবর্তী বহু হাত ঘুরে এই হিরা যায় পাঞ্জাবের নাবালক মহারাজা দিলীপ সিংহের কাছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাঞ্জাব দখল করে। ১৮৪৯ সালে লর্ড ডালহৌসি ও মহারাজ দিলীপ সিংহের মধ্যে লাহোর চুক্তি হয়েছিল। সেই চুক্তির শর্তানুসারে ইংল্যান্ডের রানি ভিক্টোরিয়াকে কোহিনুর হিরা দিতে বাধ্য হয়েছিলেন দিলীপ সিংহ।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury