মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ নভেম্বর। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) নির্বাচনের তারিখ ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন চেয়ারম্যান আবদুল গণি সাল্লেহ জানান, নির্বাচনের তারিখ ১৯ নভেম্বর। মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখ ৫ নভেম্বর। রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে প্রধানমন্ত্রী আগাম নির্বাচনের ডাক দেওয়ার পর নির্বাচনের এই তারিখ ঘোষিত হলো। এর আগে চলতি মাসের প্রথমদিকে দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন। দেশটিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে।
সূত্র: স্ট্রেইট টাইমস