সৌন্দর্যের অপরূপ ছোঁয়া লেগেছে যশোরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে আওয়ামী লীগের পাশাপাশি দলটির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নগরীতে শত শত তোরণ নির্মাণ করা হয়েছে। এছাড়া দলীয় নেতাকর্মীদের ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে শহরের প্রতিটি সড়ক ও মোড়।
এদিকে গোটা শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা ইতোমধ্যেই জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগামীকাল বৃহস্পতিবার (২৪ নভেম্বর) যশোর শাসুলল হুদা স্টেডিয়ামে জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ বছর আগে যশোরে এসেছিলেন।
এদিকে, শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে যশোর শহরের বিভিন্ন সড়ক সংস্কার করা হচ্ছে। এছাড়া প্রচার মাইকগুলো সাজানো হয়েছে নৌকার আদলে। সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে শহরকে পরিপাটি করে সাজানোর প্রতিযোগিতা। বিল-বোর্ড, প্লে-কার্ড বাড়তি শোভা বর্ধন করছে। সব মিলিয়ে যশোর সেজেছে অন্যরকম সাজে।
প্রধানমন্ত্রীর জনসভাস্থলের নিয়ন্ত্রণ ইতোমধ্যেই এসএসএফ নিয়েছে। তার আগে যশোর শামসুল হুদা স্টেডিয়ামকে সাজানো হয় বাহারিরঙে।