মো: মহিদ:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জের গিলন্ড এলাকায় বিএনপির পদযাত্রা করে ঢাকা -আরিচা মহাসড়কের সামনে গেলে পুলিশ বাধা দেয়। পরে ওখানেই পথসভা করে শেষ করে।
আজ শনিবার বিকালে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের গিলন্ড বাজার এলাকায় এ পদযাত্রা শুরু হয়ে ঢাকা- আরিচা মহাসড়কের সামনে গিয়ে শেষ হয়।
এই পদযাত্রার নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর। এসময় আরোও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাঈদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, এস এম ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূইয়া হাবু, দপ্তর সম্পাদক এ্যাড: আরিফ হোসেন লিটন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, সাবেক সহ সভাপতি গোলাম রফি অপু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: জিন্নাহ খান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন, সাবেক সভাপতি রেজাউল ইসলাম খান সজিব, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ,সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রাকিব সহ অন্যান্যরা।
কেন্দ্র ঘোষিত ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা গড়পাড়া ইউনিয়নে বিএনপির নেতাকর্মীরা পদযাত্রা বের করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে।এতে কয়েকজন বিএনপির নেতাকর্মীরা আহত হয়। এছাড়া পদযাত্রাকে কেন্দ্র করে গত শুক্রবার দিনগত রাতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজিব সহ কয়েকজন নেতাকর্মীকে গ্রফতার করে পুলিশ।
সভায় জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, বাধা দিয়ে বিএনপির শান্তিপূর্ন আন্দোলন দমানো যাবে না। এখন বিএনপির আন্দোলনে সাধারণ জনগণ অংশগ্রহন করছে। গণতন্ত্র পুনরোউদ্ধারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১০ দফা দাবী আদায়ে যেকোন আন্দোলনে মানিকগঞ্জের বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে ঝাপিয়ে পড়বে। গড়পাড়া ইউনিয়নে বিএনপির পদযাত্রায় আওয়ালীগ-যুবলীগের হামলায় বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। এছাড়া এই কর্মসূচিীকে কেন্দ্র করে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম সজিব সহ কয়েক নেতাকর্মীকে আটক করা হয়েছে। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।