1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৯ পূর্বাহ্ন

আদানি পাওয়ারের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে উৎপাদনের কাজ শুরু

  • প্রকাশের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২২০ বার দেখা হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য উৎপাদনের কাজ শুরু করেছে ভারতের আদানি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আদানি পাওয়ার (ঝারখণ্ডে) লিমিটেড। শুক্রবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

২০১৭ সালে বিদ্যুৎ আমদানির জন্য আদানি গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। চুক্তিটি স্বাক্ষরের পর থেকেই বিষয়টি নিয়ে সমালোচনা ছিল। বিশ্লেষকদের দাবি, আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কিনতে বাংলাদেশকে ২৫ বছরে বিপুল অঙ্কের বাড়তি অর্থ ব্যয় করতে হবে। এছাড়া চুক্তির অনেক বিষয় বাংলাদেশের স্বার্থের পরিপন্থী।

ভারতীয় সংবাদমাধ্যম লাইভমিন্ট আদানি গ্রুপের বরাত দিয়ে বলেছে, ঝাড়খণ্ডে আদানি পাওয়ার তাদের একটি ইউনিটের বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে।

এক্সচেঞ্জ ফাইলিং অনুসারে এই কেন্দ্রটি আদানি পাওয়ার (ঝাড়খণ্ড) লিমিটেড (এপিজেএল) এর দুই ইউনিটের ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের অংশ।  আদানি পাওয়ারের কাছ থেকে বাংলাদেশ প্রায় দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য ২৫ বছর মেয়াদী চুক্তি করেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের প্রথম ইউনিট বাণিজ্যিক উৎপাদনে গেছে। ৮০০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই এটিও উৎপাদনে যাবে।

 

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury