1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২৬ পূর্বাহ্ন

রাশিয়ার ৬টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইউক্রেন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১৬৯ বার দেখা হয়েছে

নিউজ ডেস্ক:

রাশিয়ার ছয়টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি করেছে ইউক্রেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ টুইটারে এ তথ্য জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘ইউক্রেনীয় বিমান বাহিনীর জন্য আরেকটি অবিশ্বাস্য সাফল্য! গত রাতে, আমাদের আকাশ রক্ষকরা ছয়টি রাশিয়ান হাইপারসনিক কিনঝাল ক্ষেপণাস্ত্র এবং ১২টি অন্যান্য ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে।’

ওলেক্সি আরও লিখেছেন, ‘রাশিয়ার সন্ত্রাসীদের ইউক্রেনের উপর বিজয়ী হওয়ার কোনো সুযোগ নেই। তাদের অস্ত্র পশ্চিমাদের অস্ত্র প্রতিহত করতে পারে এবং করা উচিত। আমাদের বিমান বাহিনীর সদস্যদের এবং আমাদের অংশীদার রাষ্ট্রগুলোকে ধন্যবাদ, যারা ইউক্রেন এবং সমগ্র ইউরোপের আকাশ সুরক্ষিত করার জন্য বিনিয়োগ করেছেন। আসুন একসাথে জয়ী হই!’

এর আগে গত সপ্তাহে ইউক্রেন জানিয়েছিল, তারা যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রথমবারের মতো রাশিয়ার কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

২০১৮ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, কিনঝাল হচ্ছে আদর্শ অস্ত্র যেটি ভূপাতিত করা অত্যন্ত মুশকিল।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury