স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জের দৌলতপুরে সম্প্রীতি প্রকল্পের আওতায় সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক ভিডিও শো প্রদর্শন করা হয়েছে। শনিবার রাতে কাকনা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই ভিডিও শোতে প্রদর্শণ করা হয় প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মরহুম তারেক মাসুদ কর্তৃক লিখিত ও পারিচালিত বাচসাচ পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র রান ওয়ে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানের জীবন ও কর্মেপ ওপর নির্মিত ভিডিও শো ছাড়া আরো বেশ কয়েকটি যুবকদের উদ্দীপনামূলক শো প্রদর্শণ করা হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় এই ভিডিও শো’র আয়োজন করে পাসা এনজিও।
এর আগে সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক মানিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, স্থানীয় আইনয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ ও পাসা এনজিও’র নির্বাহী পরিচালক ফরিদ খান। বিভিন্ন বয়সের বিপুল সংখ্যক নারী-পুরুষ এ ভিডিও শোতে উপস্থিত হয়ে উপভোগ করে। তারা বলেন, এই ধরণের শো প্রত্যন্ত এলাকায় হওয়া দরকার। তাহলে যুব সমাজ বিপথে যাবে না।