সম্প্রতি এশিয়ান টেলিভিশন ও কয়েকটি অনলাইন পোর্টালে ‘মানিকগঞ্জে সরকারি জমি দখল করে প্রবাসীর দোকান নির্মাণ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটি দৃষ্টিগোচর হওয়ায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গ্রীস প্রবাসী সায়েম খান। সায়েম খান তার প্রতিবাদে জানান, সংবাদে উল্লেখ করা হয়েছে সরকাজি জায়গা দখল করে দোকান নির্মান করা হচ্ছে। যা সত্য নয়। তিনি জানান, তার ক্রয়কৃত নিজস্ব জমিতেই তিনি দোকান ঘর নির্মান করছিলেন। স্থানীয় ভূমি কর্মকর্তা ও স্থানীয় কয়েকজনের সাথে মনোমালিন্যের কারনে প্রশাসনকে ভূল তথ্য দিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সেই ঘটনার বর্ননা দিয়ে সাংবাদিরা সংবাদটি প্রকাশ করেন । তিনি আরো বলেন, ইতিপূর্বে স্থানীয় কয়েকজন ঘর নির্মানের সময় তার পরিবারের নিকট চাদাঁ দাবী করেন। না দেওয়ায় তার দোকানঘরটি ভাংচুর করা হয়েছিলো। ঐ ঘটনায় আদালতে মামলা বিচারাধীন রয়েছে। সংবাদে তার কোন বিবরন দেয়া হয়নি। তাই প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান গ্রীস প্রবাসী সায়েম খান।