স্টাফ রিপোর্টার:
বন্যা ও নদী ভাংগন মোকাবেলায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার আগাম উদ্যোগের কারনে বাংলাদেশের মানুষ নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা পাবেন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
তিনি বলেন, নদী ভাংগনে সারা দেশের ঝুকিপুর্ন এলাকাগুলো চিহিৃত করা হয়েছে। এখন সেগুলোর ভাংগনরোধে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভাংগন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের আগাম প্রস্তুত করে রাখা জিও ব্যাগ নদীপাড়ে ফেলে ভাংগন রোধ করা হচ্ছে। এছাড়া বন্যার যেখানে পানি বেশী হতে পারে সে এলাকা গুলোকেও চিহিৃত করে আগে থেকেই কার্যকর উদ্যোগ নেয়া হয়েছে। স্কুল,কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ গুরুত্ব¡পূর্ন প্রতিষ্ঠান ও স্থাপনা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে মানিকগঞ্জের দুইটি শিক্ষা প্রতিষ্ঠান নদী ভাংগন থেকে রক্ষায় সাড়ে আট হাজার জিও ব্যাগ নদীতে ফেলা হচ্ছে।
শনিবার বিকেলে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরূয়া এলাকায় পদ্মা নদীর ভাংগন পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকারের পাশাপাশি আওয়ামীলীগের নেতাকর্মীরা সব সময় দুর্যোগে, বিপদে-আপদে মানবতার পাশে দাঁড়ায়। এবারও আওয়ামীলীগের নেতাকর্মীরা দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে।
মন্ত্রী বলেন, এবারের বর্ষার পরে ঝুকিপুর্ন এলাকাগুলোকে স্থায়ীভাবে রক্ষার পরিকল্পনা করে দ্রুততার সাথে কাজ শুরু করা হবে।
নদী ভাংগন এলাকা পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, প্রধান প্রকৌশলী অখিল কুমার বিশ্বাস, তত্বাবধায়ক প্রকৌশলী মো: আবদুল মতিন সরকার, মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুবে মাওলা মেহেদী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দিন, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক বাবুল মিয়া উপস্থিত ছিলেন।