স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ পাক পাঞ্জাতন অনুসারী পরিষদের জাতীয় সম্মেলনে তাজিনুর রহমান তাজ সভাপতি ও সৈয়দ আল আমিন আহমেদ মহাসচিব নির্বাচিত হন।
গত ২৯ নভেম্বর ঢাকা বিশ্ব সাহিত্য কেন্দ্রে পাক-পাঞ্জাতন অনুসারী পরিষদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ডক্টর এস এম ইলিয়াসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ সূফী সৈয়দ ইনসারুল হক।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে আগামী চার বছরমেয়াদী কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে তাজিনুর রহমান তাজ ও মহাসচিব পদে সৈয়দ আল আমিন আহমেদ এবং সাংগঠনিক সচিব পদে ছানোয়ার হোসেন পান্থ নির্বাচিত হন।
এছাড়া শাহ্ সূফী ইনসারুল হক, ডঃ এস এম এলিয়াছ, সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, মাসুম চিশতী, দেওয়ান মুর্শেদ চৌধুরী, সৈয়দ রফিকুল হোসাইনসহ ৬ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
এসময় সারা দেশের পাক-পাঞ্জাতন অনুসারীরা উপস্থিত ছিলেন।