মো: আকতার হোসেন:মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে নিজ দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত আলী ভান্ডারীর সভাপতিত্বে জেলা আওয়ামীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো,জেলা পরিষদের সদস্য আবুল বাশার,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার,পৌর আওয়ামীলীগের সভাপতি- মোনায়েম খান,সাধারণ সম্পাদক- জাহিদুল ইসলাম জাহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রুবেল,সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর হক খান খালিদ,সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি- এ্যাপলো,শিবালয় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেনসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা বক্তব্য রাখেন।