1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন

মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার মোছাঃ  ইয়াছমিন খাতুন

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৪ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোছাঃ ইয়াছমিন খাতুন।

তিনি  সোমবার (২২ ডিসেম্বর) সকালে যোগদান করেন। এর আগে তিনি  ঢাকা এন্টি টেররিজম ইউনিটে কর্মরত ছিলেন।

নবাগত পুলিশ সুপারকে মানিকগঞ্জ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ফুলের শুভেচ্ছা প্রদান করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে হাউজগার্ড সালামি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল ওয়ারেস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুজন কুমার সরকার, পুলিশ সুপার (ডিএসবি) ইমতিয়াজ মাহবুব, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) এস এম আমান উল্লাহ, পুলিশ লাইন্সের আরআইসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

মোঃ বশির আহমেদ সাড়ে তিনমাসের মাথায় পদোন্নতি পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হলে মানিকগঞ্জের পুলিশ সুপারের পদটি শূন্য হয়। মোছাঃ ইয়াছমিন খাতুন মোঃ বশির আহমেদের স্থলাভিষিক্ত হলেন।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury