স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে যুগ্ন জেলা জজ আদালতে ৮৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে দেয়া রায় হাইকোর্ট স্থগিত করেছেন।
গত রবিবার (১৫ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আব্দুল মান্নানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এই আদেশের ফলে ২০১০ সালের ২৪ অক্টোবরে জেলা যুগ্ন জজের দেয়া আদেশ স্থগিত হয় এবং দীর্ঘদিন বেদখল হওয়া বিদ্যালয়ের পূর্ব ক্যাম্পাসের ১.০৭ একর জমি ফেরত পাওয়ার পথ সুগম হয় মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের।
২০১০ সালের করা আপিল নং ৪৮৭ ও দাশড়া মৌজায় এস এ দাগ নং ১০৭ ও আর এস দাগ নং ১১১ জমিটির দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে হাইকোর্ট এই রায় দেয়ায় সন্তোষ প্রকাশ করেন স্কুলের শিক্ষক কর্মকর্তা কর্মচারি ও শিক্ষার্থীরা।
তাদের মতে, শহরের প্রাণকেন্দ্রে এই স্কুলটি হওয়ায় শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন বাড়তে থাকায় জরুরিভাবে স্কুলে ভবন নির্মাণ করা দরকার। শিক্ষার্থীদেরও দীর্ঘদিনে চাওয়া স্কুলে একটি আধুনিক বহুতল ভবনের। এই রায়ের ফলে তাদের এই চাওয়া পূরণ হবে বলে আশা।