সিঙ্গাইর প্রতিনিধি :
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার সায়েস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য কে গ্রেপ্তার করেছে সি আই ডি পুলিশ। মঙ্গলবার বিকেলে সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আতাউর রহমানের নেতৃত্বে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আতাউর রহমান জানান, জালিয়াতির মাধ্যমে ভুয়া দলিল দেখিয়ে জমি আত্মসাতের অভিযোগে ১৯১৭ সালের ১ডিসেম্ভর দশজনকে আসামি করে আদালতে একটি মামলা হয়। সে মামলায় সায়েস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন চৌকদার (৫২) ১নং আসামি সহ আরোও নয়জন আসামি রয়েছে।
তারা হলো মনছের আলী, চেয়ারম্যানের ছেলে তুহিন আহমেদ, আব্দুর মান্নান,আঃ খালেক, নাজমুল, দলিল লেখক মোঃ দুলাল হোসেন, গোপাল সাহা ও সিঙ্গাইর উপজেলা সাবরেজিস্টার মোস্তাফিজ আহমেদ।
চেয়ারম্যান মোসলেম উদ্দিনের বিরুদ্ধে ভুয়া জন্ম সনদ দেওয়ারও প্রমান রয়েছে। ১নং তালিকা ভুক্ত আসামি সায়েস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন চৌকদার ও মেম্বার মোঃ ফজলুল হককে গতকাল গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জালিয়াতি করে জমি দলিলের কথা শিকার করেছে। গতকাল বুধবার আসামি দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।