সোহেল হোসাইন:
গাইড বই বিক্রিতেও গ্রাকদের সাথে প্রতারণা কারায় কাজল ব্রাদার্স লি.
নামরে প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে মানিকগঞ্জ জেলা ভোক্তা
অধিকার সংরক্ষন অধিদপ্তর।
মুঞ্জুর রহমান নামের এক ভোক্তার লিখিত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার
ভোক্তার কার্যালয়ে শুনানী হয়। ১১০ টাকা মূল্যের উপর নতুন ট্যাগ লাগিয়ে
অনুপম ভাষাজ্ঞান বাংলা ব্যাকরণ বিক্রি করা হচ্ছিল ২৫৯ টাকায় এবং ১৬০
টাকার অনুপম গ্রামার টুডে বই বিক্রি করা হচ্ছিল ৩৪৩।
শুনানীতে
অভিযোগকারীর অভিযোগ সতত্যা পাওয়ায় প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ দু:খ প্রকাশ
করেন। ট্যাগ লাগানো বর্ধিত মূল্যর সকল বই বাজার থেকে প্রত্যাহারসহ
ভবিষ্যতে এই ধরনের অনিয়ম না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হবে বলে জানান
বই প্রকাশনা প্রতিষ্ঠানের প্রতিনিধি দল । অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার আইন, ২০০৯অনুযায়ী ২০,০০০ টাকা জরিমানা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
শুনানি কার্যক্রম তদারকি করেন উপপরিচালক (উপসচিব), ঢাকা বিভাগীয় কার্যালয়
জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার। পরে জেলা প্রশাসক এস এম ফেরদৌস জরিমানার
২৫% হিসেবে ৫০০০ টাকা অভিযোগকারীকে প্রদান করেন।