স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ কোর্টে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ে করতে এসে কারাগারে গেলেন বরসহ তিন জন। শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী বদির উদ্দিনের চেম্বারে বাল্যবিয়ের চেষ্টাকালে তাদেরকে আটক করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন জেলার সাটুরিয়া উপজেলার তিল্লী এলাকা থেকে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীকে কোর্টে এসে বিয়ে দেওয়ার চেষ্টা করেন কনের পিতা মো. হযরত আলী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কনের পিতা হযরত আলী, ঘটক হরমত আলী এবং বিয়ে করতে আসা যুবক মনির হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয় বলে জানান তিনি।