স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের মাস্কের সংকট চলছে। যাওবা পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে চড়া দামে কিনতে হচ্ছে। এমন প্রেক্ষাপটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল মঙ্গলবার দুপুরে জেলা শহরে বিভিন্ন বিপনী বিতান ও ঔষধের দোকানে অভিযান চালান। এসময় বেশী দামে মাস্ক বিক্রির অভিযোগে শহরের শহীদ রফিক সড়কের পাশে লক্ষী মন্ডপ পট্টিতে অবস্থিত মা বস্ত্রালয়ে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া শহীদ রফিক সড়কে অবস্থিত সুজন জেনারেল ষ্টোরে অভিযানে মেয়াদ উত্তীণ প্রসাধনী, নকল কসমেটিকস ও সরকারি ভ্যাট ফাকি দেয়া বিদেশী কসমেটিকস বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন স্যানেটারী ইন্সপেক্টর মোশাররফ হোসেন এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যবৃন্দ।