স্টাফ রিপোর্টার:
বেশী দামে চাল বিক্রির অপরাধে মানিকগঞ্জের হরিরামপুর ও সিংগাইর উপজেলার ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। তিনি জানান, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক, হরিরামপুর উপজেলার কান্ঠাপাড়া ও বলড়া এবং সিংগাইর উপজেলার সিংগাইর, ধল্লা বাজার, বাস্তা বাজারের শতাধিক দোকানে অভিযানে নামেন তারা। অভিযানের নেতৃত্বে থাকা আসাদুজ্জামান রুমেল বলেন, বেশী দামে চাল বিক্রির অপরাধে গতকাল (সোমবার) বিকেলে হরিরামপুর উপজেলার বালিরটেক বাজারের ভাই ভাই স্টোরকে ২ হাজার, কান্ঠাপাড়া বাজারের দূর্গা স্টোরকে ১ হাজার এবং সিংগাইর উপজেলার ধল্লা বাজারের আলতাফ স্টোরকে ৬ হাজার টাকা জরিমানা এবং অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। এছাড়া, অভিযান চলাকালীন সময়ে ক্রেতাদের নিকট ৩৫০ কেজি চাল ন্যায্যমূল্যে বিক্রয় করা হয়, বলে জানান তিনি। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।