1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন

লাতিন আমেরিকায় করোনায় মৃত্যু ৭০ হাজার ছাড়িয়েছে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৫২৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে লাতিন আমেরিকা অঞ্চল হয়ে উঠছে করোনাভাইরাসের নতুন প্রাণকেন্দ্র। ১৪ লাখ মানুষ প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, বুধবার এই অঞ্চলে করোনায় মৃত্যু ৭০ হাজার ছাড়িয়েছে।

সবচেয়ে খারাপ পরিস্থিতি ব্রাজিলে। বুধবার এক হাজার ২৭৪ জনের মৃত্যুতে পর্যন্ত সেখানে প্রাণহানি বেড়ে ৩৯ হাজার ৬৮০ জন। লাতিন আমেরিকায় আক্রান্ত আর মৃতের সংখ্যায় তারাই সবার উপরে। মোট ৭ লাখ ৭২ হাজার ৪১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

অঞ্চলের দ্বিতীয় বৃহত্তর দেশ মেক্সিকোতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৪ হাজার ৮৮৩ জনের করোনা ধরা পড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এই সময়ে আরও ৭০৮ জনের মৃত্যুর খবর জানিয়েছে। মোট আক্রান্ত ১ লাখ ২৯ হাজার ১৮৪ জন এবং মৃত্যু ১৫ হাজার ৩৫৭ জনের।

আক্রান্তের তালিকায় এই অঞ্চলে ব্রাজিলের পর আছে পেরু, ১ লাখ ৯৯ হাজার ৬৯৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আর ৫ হাজার ৫৭১ জনের মৃত্যুতে তারা ব্রাজিল আর মেক্সিকোর পরে।

ইকুয়েডরে সাড়ে তিন হাজার, চিলিতে ২ হাজারের বেশি ও কলম্বিয়াতে মোট ১ হাজারের বেশি মৃত্যু হয়েছে করোনায়।

এই মৃত্যুর মিছিল থামাতে সবাইকে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সরকারকে কঠোর নেতৃত্ব ও সংহতি বজায় রাখার অনুরোধ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury