মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় অবৈধভাবে কান্তাবতী নদী থেকে মাটি ও বালি উত্তোলনের দায়ে গাং ধূসরিয়া এলাকায় উপজেলা প্রশাসন একটি ড্রেজার পুড়িয়ে দিয়েছে ।
শুক্রবার সকালে গালা ইউনিয়নের গাং ধুসরিয়া এলাকায় হরিরামপুর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ বিল্লাল হোসেনের নির্দেশে ড্রেজারটি পুড়িয়েছেন উপজেলা ভূমি অফিসের নায়েব মোহাম্মদ আলী।
মোঃ বিল্লাল হোসেন জানান, হরিরামপুর উপজেলার গাং ধুসরিয়াতে কান্তাবতী নদীতে অবৈধভাবে ড্রেজিং করা হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের অপরাধে ড্রেজারটি পোড়ানো হয়েছে। অবৈধ বালি উত্তোলন বন্ধে এ অভিযান নিয়মিত চলবে বলেও জানান এই কর্মকর্তা।
এছাড়া ভূমি অফিসের নায়েব মোঃ রকিবের নেতৃত্বে উপজেলার ধূলশুরা ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয় বলেও জানান তিনি।