1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩ পূর্বাহ্ন

জুলাই থেকেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে চীনে!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৫৬২ বার দেখা হয়েছে

করোনাভাইরাসের সংক্রমণ স্থল চীনে জুলাই থেকেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলে এমন খবর প্রকাশ হয়েছে।

গত দুইমাসের মধ্যে হঠাৎ করেই করোনা নিয়ন্ত্রণে নিয়ে আসে চীন। এ নিয়ে দেশটি কারণ দেখায় ব্যাপক টেস্টিং ও সামাজিক দূরত্ব নিশ্চিত করা। তবে এ সত্ত্বেও এত দ্রুত করোনা সংক্রমণ শূন্যের কোটায় নিয়ে আসার পেছনের কারণ নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়। এর মধ্যে দেশটির স্বাস্থ্য পরিষেবা ‘ন্যাশনাল হেলথ কমিশন’ এর এক কর্মকর্তার বক্তব্য নিয়ে রীতিমতো সমালোচনা শুরু হয়েছে।

‘ন্যাশনাল হেলথ কমিশন’-এর ‘সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টার’-এর প্রধান ঝেং ঝংউই রোববার (২৩ আগস্ট) চীনের সংবাদমাধ্যম সিসিটিভি-কে জানান, চীনে জুলাই মাস থেকেই করোনার টিকা দেওয়া হচ্ছে। জুলাই মাস থেকেই দেশটির চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ জরুরি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের জরুরি ভিত্তিতে করোনার টিকা দেওয়া হচ্ছে।

তবে চীনা সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চীনা সংস্থা CanSino Biologics বা চীনা সরকারি ফার্মাসিউটিক্যাল সংস্থা Sinopharm এর তৈরি করোনা ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে।

ট্রায়াল চললে কীভাবে জুলাই মাস থেকে টিকা দেওয়া হচ্ছে এ নিয়ে প্রশ্ন উঠেছে। প্রথম থেকে মার্কিন যুক্তরাষ্ট্র করোনাভাইরাস ছড়ানোর জন্য চীনকে দোষারোপ করে আসছিল। তবে চীন সব সময়ই এ অভিযোগ উড়িয়ে দিয়েছে। এর মধ্যে গোপনে ভ্যাকসিন দিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে চীন।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury