মো: আকতার হোসেন: বহুল প্রচারিত দৈনিক যায় যায় দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা ও আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রথমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যায় যায় দিন পত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি মঞ্জুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি আহম্মেদ সাব্বির সোহেল, সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তী,বাংলাদেশ সাংবাদিক সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মতিউর রহমান,প্রেসক্লাবের সহ-সম্পাদক শহিদুল ইসলাম সুজন, প্রেসক্লাবের কার্যকরী সদস্য আব্দুল মোমিন,যায় যায় দিন পত্রিকার হরিরামপুর প্রতিনিধি আবুল বাশার আব্বাসী,সিঙ্গাইর প্রতিনিধি মোবারক হোসেন,সাংবাদিক সাজিদুর রহমান রাসেল ও নেহায়েত হাসান সবুজ প্রমুখ। আলোচনা সভা শেষে মানিকগঞ্জ প্রেসক্লাব থেকে একটি আনন্দ র্যালী বের হয়। র্যালীটি জেলা শহরের শহিদ রফিক সড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুর্নরায় প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।