নুসরাত জাহান তনিমা :
মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতির (২০২০-২৩) নব নির্বাচিত পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ডায়াবেটিক সমিতির মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জেলা প্রশাসক এস এম ফেরদৌস। গত ১৭ সেপ্টেম্বর সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ফৌজিয়া খান।
নির্বাচনে সহ-সভাপতি পদে সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস নীনা রহমান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মেয়ে সিনথিয়া মালেক, সাধারণ সম্পাদক পদে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, যুগ্ম সম্পাদক সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর কাউন্সিলর আরশেদ আলী বিশ্বাস, কোষাধ্যক্ষ বশির রেজা নির্বাচিত হয়েছেন।
২৩ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচিত কার্য নির্বাহী সদস্যরা হলেন, আমিরুল ইসলাম মট্টু, আব্দুস সালাম, লাভলু মিয়া, মো: হানিফ, মো: শামসুল হক, অলিয়ার রহমান খান, মাহবুবুল আলম সুমন, মাহবুবুল হক খান মজলিস, মো: বাবর, ফাহমিদ হোসেন খান, মিঠু রায়, আবু বকর সিদ্দিক, হায়দার আলী বিশ্বাস।
পরিষদের সভাপতি পদে জেলা প্রশাসক পদাধিকার বলে সভাপতি, মেয়র ও সিভিল সার্জন সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
নব নির্বাচিত পরিষদের নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন পরিষদের সভাপতি জেলা প্রশাসক এস এম ফেরদৌস।