রাজশাহী মহানগরীর উপকণ্ঠ নবগঙ্গা এলাকায় পদ্মায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজের তৃতীয় দিনেও দুই ভাইবোনের সন্ধান মেলেনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাকির হোসেন বিষয়টি জানিয়েছেন।
নিখোঁজরা হলেন— বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা (২৪)।তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন। সূচনা ঢাকার ধানমন্ডি এলাকায় বসবাস করেন। তিনি পবা উপজেলার খোলাবোনা এলাকায় চাচা জালাল উদ্দিনের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
নিখোঁজ অন্যজনের নাম রিমন (১৪)। তার বাড়ি নওগাঁয়। সে অষ্টম শ্রেণির ছাত্র। সূচনা ও রিমন সম্পর্কে মামাতো-ফুপাতো ভাইবোন।
রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। রোববার তৃতীয় দিন সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করেছেন। পদ্মায় স্রোত থাকার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। এ কারণে নিখোঁজ দুই ভাই-বোনের সন্ধান পাওয়া যাচ্ছে না।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, শুক্রবার বিকেলে নৌকাডুবির ঘটনায় বিশ্ববিদ্যালয়ছাত্রী সূচনা ও তার ফুপাতো ভাই রিমন এখনও নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা।
উল্লেখ্য, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নবগঙ্গা এলাকায় পদ্মা নদীতে মাঝিসহ ১৩ যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। পরে অন্য নৌকা গিয়ে মাঝিসহ ১১ জনকে উদ্ধার করে। তবে বিশ্ববিদ্যালয়ছাত্রী সূচনা ও তার ফুপাতো ভাই রিমন এখনও নিখোঁজ রয়েছেন।