স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জে নতুন সাজে সজ্জিত এসি লিংক বাসের ফোন কলের মাধ্যমে এ সার্ভিসের শুভ উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী আলহাজ¦ জাহিদ মালেক স্বপন এমপি।
শনিবার বিকেলে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড কেন্দ্রীয় বাস টার্মিনালে নতুন করে উদ্ভোধনী এ সার্ভিসে যুক্ত হচ্ছে আরো ২০ টি চেয়ার কোচ।
অদ্ধোধনী অনুষ্ঠানে এসি লিংক বাস সার্ভিসের চেয়ারম্যান,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও মানিকগঞ্জ ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক মেয়র প্রার্থী আলহাজ্ব সুলতানুল আজম খান আপেল, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: লিয়াকত আলী ভান্ডারী, এসি লিংক সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আফসার উদ্দিন সরকার,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো:জাহিদুল ইসলাম জাহিদ, জেলা ওলামালীগের মহাসচিব বশির রেজা প্রমূখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নতুন এসি লিংক সার্ভিসে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি ফোন কলের সকলের উদ্দেশ্যে বলেন, মানিকগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবী ভালোমানের বাস সার্ভিস। এই এসি লিংক সার্ভিসের উদ্ধোধনের মধ্যে দিয়ে তা পূরন হতে চলছে। এখন মানুষ সুন্দর ও আরামের সাথে ঢাকায় যেতে পারবে। তিনি আরো বলেন, যারা এই এসি লিংক সার্ভিস ব্যবস্থাপনায় থাকবে তার যেন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে।