বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন কিরগিজস্তানের প্রধানমন্ত্রী বোরোনোভ। এছাড়া দেশটির পার্লামেন্টের স্পিকার, দাস্তানও পদত্যাগ করেছেন।
বুধবার (৭ অক্টোবর) বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, ভোট কারচুপির অভিযোগে দেশটিতে ব্যাপক রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এছাড়া চাপের মুখে ভোটের ফল বাতিল করে নির্বাচন কমিশন। পরে রাজধানী বিশকেকে আইনপ্রণেতাদের জরুরি বৈঠকে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ও স্পিকার।
প্রেসিডেন্ট জেনবেকোভ জানিয়েছেন, প্রয়োজনে পদত্যাগে সম্মত তিনিও। পরে পার্লামেন্টের জরুরি অধিবেশন ডেকে বিরোধীদলের সাদার জাপারোভকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হয়।
গত মঙ্গলবার জেলখানায় হামলা চালিয়ে এ বিরোধীদলের নেতাকে মুক্ত করেন বিক্ষোভকারীরা। গেলো তিনদিনের বিক্ষোভ, সংঘর্ষে আহত হয়েছে পাঁচ শতাধিক।