সিংগাইর(মানিকগঞ্জ)সংবাদদাতা:
হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কিটিংচর এলাকায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশুসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজি চালকসহ ৪ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দেউলী- কিটিংচর এলাকায়।
এ দূর্ঘটনায় নিহতের বাড়ী ঢাকা জেলার ধামরাই উপজেলার কালামপুর এলাকায় মো.নাজিম উদ্দিন(৬০) ও নেত্রকোনা জেলার নেত্রকোনা উপজেলার কাশিমপুর এলাকার মো.রুমান মিয়ার ৬ মাসের শিশুপুত্র ইলফা। স্থানীয় সূত্রে জানা যায়,ঢাকাগামী ট্রাক ( ঢাকা মেট্রো ১১-৫১৫৪) উপজেলার জয়মন্টপ ইউনিয়নের কিটিংচর দেওলী এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজিটি ছিটকে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ৬ মাসের শিশুসহ ২ জন মারা যায় এবং ৪ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে সিএনজি চালকের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা যায়।