করোনাভাইরাসের সম্ভাব্য টিকার তথ্যচুরি কিংবা গবেষণা কর্মকাণ্ডে নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে ব্রিটিশ গোয়েন্দারা। বুধবার গোয়েন্দা সংস্থা এমআই ফাইভের প্রধান এ তথ্য জানিয়েছেন।
বিশ্বে করোনার যে কয়টি সম্ভাব্য টিকা ট্রায়ালের শেষ ধাপে রয়েছে তার মধ্যে অন্যতম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও আস্ট্রাজেনেকার যৌথ গবেষণার টিকা। এছাড়া ইমপেরিয়াল কলেজ লন্ডনের আরেকটি টিকা ট্রায়ালের প্রথম পর্যায়ে রয়েছে।
এমআই ফাইভের প্রধান জেনারেল কেন ম্যাককালাম বলেছেন, ‘স্পষ্টত, এই প্রাণঘা ভাইরাসের বিরুদ্ধে প্রথম ব্যবহারযোগ্য টিকার বৈশ্বিক মূল্য অনেক বেশি। তাই আমরা প্রত্যাশা করছি, বিশ্বব্যাপী অন্যান্য পক্ষগুলো এর গবেষণার ব্যাপারে বেশ আগ্রহী হবে।’
তিনি বলেন, ‘আমি ধারণা করছি, আমরা দুটি ক্ষেত্রে হামলার বিষয়টি দেখছি : গবেষণা থেকে উদ্ভূত অন্যন্য বুদ্ধিবৃত্তিক সম্পত্তি চুরির চেষ্টা কিংবা তথ্যের ওপর সম্ভাব্য হামলা।’
এর আগে গত জুলাইয়ে ব্রিটেনের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার দাবি করেছিল, রাশিয়ার হ্যাকাররা করোনার টিকার তথ্য চুরির চেষ্টা করছে।