মানিকগঞ্জের হরিরামপুরে থানা পুলিশের আয়োজনে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ১৩টি ইউনিয়নে একযোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে হারুকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে হারুকান্দি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুঈদ চৌধুরী। এ সময় জেলা পরিষদ সদস্য শামীমা আক্তার চায়না, উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলজার হোসেন বাচ্চু, হারুকান্দি ইউনিয়নের ৫নং বিট অফিসার মো. আলমগীর হোসেন, দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন মৃধা, ইউপি সদস্যবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, একযোগে উপজেলার ১৩টি ইউনিয়নে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী জনমত গড়ে তোলার আহ্বান জানান।