স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে ইলিশ শিকারের দায়ে ৮ জনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এসময় ১৯ কেজি ইলিশ মাছ জব্দও করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) সকালে দৌলতপুর উপজেলা নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার( ভূমি) জুয়েল আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
জুয়েল আহমেদ জানান, গতকাল রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত উপজেলার যমুনা নদীর তীরবর্তী চরকাটারি, বাচামারা, বাঘুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকারের দায়ে ৮ জনকে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ১৯ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দ করা ১৯ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি মাদ্রাসায বিতরণ করা হয়েছে । ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উপজেলা মৎস্য কর্মকর্তা রনি সাহা ও থানা পুলিশ সহযোগিতা করেন।