1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বুধবার, ১৫ মে ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন

মানিকগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০১৯
  • ১৩৪২ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জেও সারাদেশের মত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার সকাল ৮টায় মানিকগঞ্জ পৌর এলাকার পূর্বদাশড়া রতীশ নাগের বাড়িতে এই কর্মসূচীর উদ্বোধন করেন পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ কে,এম তারেক, সিভিল সার্জন ডাঃ  আনোয়ারুল আমিন আখন্দ, জেলা টিকাদান কর্মসূচীর সুপারিনটেনডেন্ট মোঃ আকতারুজ্জামান।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার ১ হাজার ৬ শত ৯৩ টি টিকাদান কেন্দ্রে ১ লক্ষ ৮৫ হাজার ৪ শত ৬০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এছাড়াও পাটুরিয়া ফেরিঘাট, আরিচাঘাটসহ বিভিন্ন বাসস্ট্যান্ডেও শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

অপুষ্টিজনিত অন্ধত্ব, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ডায়রিয়া ব্যাপ্তিকাল কমানোসহ শিশু মৃত্যুহার কমাতে দেশব্যাপী সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত একযোগে এই কমসূর্চী গ্রহণ করা হয়েছে। ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury