1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শনিবার, ১৮ মে ২০২৪, ১২:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

মানিকগঞ্জ ড্রামা সার্কেল কর্তৃক জেলা শিল্পকলা একাডেমীতে মঞ্চস্থ হলো মাদকবিরোধী নাটক ‘পরিবর্তন’

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ৫১২ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জ শিল্পকলা একাডেমীতে মঞ্চস্থ হলো মাদকবিরোধী নাটক ‘পরিবর্তন’। একাডেমীর উদ্বোধনের আগে এর পরীক্ষামূলক কাজের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে সেখানে এই নাটক মঞ্চস্থ করেন মানিকগঞ্জ ড্রামা সার্কেলের নাট্যকর্মীরা।

এম শহিদুল হক (তপন) রচিত ও পরিচালিত এই নাটকটি উপভোগ করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, শিল্পকলা একাডেমী নির্মাণ প্রকল্পের পরিচালক, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আবু জাফর,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুছাম্মৎ শাহীনা আক্তার, এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল হক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সেলিনা সাঈয়েদা সুলতানা আক্তার, শিল্পকলা একাডেমী পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ ও রোমেজা আক্তার মাহিন, ড্রামা সার্কেলের উপদেষ্টা আজিজুল ইসলাম শুক্কু, দিশারী’র সভাপতি হাসান শিকদার, সাধারণ সম্পাদক আবুল হাসানাত, সাংগঠনিক সম্পাদক স্বপন মিয়াসহ বিপুল সংখ্যক নাট্য প্রেমী দর্শক। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন  সনি (নাহিদ), পৃথা (নাবিলা), শহীদ (মাষ্টার),  আনোয়ার (শুভ্র),  তপন (চেয়ারম্যান ), আরিফ (কাবিলা), ফেরদৌস (হাবু), মালেক ( চান্দু), রহমা আলী (ম্যানেজার), কাকলী (চুমকী), তারেক (এস আই), তনিমা (ম্যাজিস্ট্রেট), রহিম (পুলিশ -১), সাংবাদিক আকরাম  (পুলিশ-২), অনু (মহিলা পুলিশ), সাংবাদিক জাহাঙ্গীর (ডা: বারী কাউন্সিলর), মনির (উকিল), নজুমুদ্দিন (জামাল চাষা),, সুবর্ণা (পুতুল), স্কুল পড়ুয়া মেয়ে (বাবলী ও স্নেহা, বাদল (নেশাগ্রস্ত), রুবাইদুল হক প্রিয় (মিউজিক )।

সহযোগিতায় ছিলেন রীনা হক, আব্দুল কুদ্দুস বিশ্বাস,সুকান্ত মিত্র মোহন,  ইমন খান,  বশির উদ্দিন,হযরত আলী প্রমুখ।

নাটকশেষে নাটক সম্পর্কিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও ড্রামা সার্কেলের প্রধান উপদেষ্টা এস এম ফেরদৌস। ড্রামা সার্কেলের উপদেষ্টা জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক সাইফুর রহমান শহীদ এবং নাট্যকর্মী তাহিয়া হক পৃথার পরিচালনায় অনুষ্ঠিত নাটক পরবর্তী পুরস্কার বিতরণী সভায় জেলা প্রশাসক ছাড়া আরও বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। এর আগে বিভিন্ন সংগঠনের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury