1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

মানিকগঞ্জে অবৈধভাবে বালু তোলার অপরাধে জেল-জরিমানা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৪২৬ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পাচবারইল জনবসতি এলাকা থেকে বালু তোলার অপরাধে চারজনকে জেল ও তিনজনকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার এ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন।

জানা গেছে, সদর উপজেলার পাচবারইল এলাকাটি আবাসিক। এর পাশ দিয়ে বয়ে গেছে কালিগঙ্গ নদী। পাচবারইল এলাকা থেকে এক কিলোমিটারের মধ্যে নদীর তলদেশ বিক্রির উদ্দেশে বালু তোলা হচ্ছিল আজ। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন ইউএনও মোহাম্মদ ইকবাল হোসেন।

অবৈধভাবে বালু উত্তোলনের জন্য বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী চারজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ইউএনও। এ ছাড়া আরও তিনজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন। অপর একজনকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ইকবাল হোসেন।

এসব তথ্য নিশ্চিত করে ইউএনও ইকবাল হোসেন বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury