1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বুধবার, ০১ মে ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রেকর্ড বিদ্যুৎ উৎপাদন, তবুও হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং জলবায়ু পরিবর্তনের আঘাতে ভুগছে বাংলাদেশ ৫ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের প্রাণপণ চেষ্টায় বৃদ্ধ রুস্তম আলী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আটক ২ বাসের ধাক্কায় চেয়ারম্যান প্রার্থী কর্মীর মৃত্যু মানিকগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন সিটির উদ্যোগেপরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সিংগাইর ঘোনাপাড়া ঈদগাহ কবরস্থান কমিটিরি দুর্নীতিরপ্রতিবাদে মানববন্ধন, পুলিশের বাধায় পন্ডু মানিকগঞ্জে আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসায়বান্ধবীদের সাথে খেলাধুলার সময় পা-পিছলে ছাদথেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী হলেন ইসহাক দার বিচার শুরুর বিষয়ে আদেশ আজ

মানিকগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতা আহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৩০ বার দেখা হয়েছে


নিজস্ব প্রতিবেদক :

৪ এপ্রিল
মানিকগঞ্জের হরিরামপুরে স্মরণ সভায় এসে প্রতিপক্ষের হামলায় যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতা আহত হয়েছে। বৃহস্পতিবার ইফতার পরবর্তী সময়ে উপজেলা চত্বরে এ হামলার ঘটনা ঘটে বলে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তামজিদ প্রধান লিল্টু জানিয়েছেন। হামলায় উপজেলা যুবলীগের ১নং যুগ্ম আহ্বায়ক ফরিদ মোল্লা, আহ্বায়ক কমিটির সদস্য রজ্জব হোসেন ও উপজেলা ছাত্রলীগ সাবেক উপ আপ্যায়ন সম্পাদক জনি খান আহত হয়েছেন। আহতদের মধ্যে যুবলীগ নেতা ফরিদ মোল্লাকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে, জনি খান ও রজ্জব হোসেন হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা নিয়েছেন।
মানিকগঞ্জ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তামজিদ উল্লাহ প্রধান লিল্টু জানান, উপজেলা চত্বরে হামলায় আহত যুবলীগ নেতা মোল্লা ফরিদকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এসেছি। তার মাথা ফেটে গেছে। তিনি রক্তাক্ত হয়েছেন।
জানা যায়, হরিরামপুর থানা এবং উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সাবেক সভাপতি- সাধারণ সম্পাদকদের স্মরণে দোয়া মাহফিল আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দীন এডভোকেট। স্মরণ সভায় এসেছিলেন যুবলীগ – ছাত্রলীগের নেতাকর্মীরা।
আহতরা জানান, স্মরণ সভায় ইফতার পরবর্তী সময়ে উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের লোকজন অতর্কিত হামলা করেছে।
তবে উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বলেন, আমার লোকজনের বিরুদ্ধে পুরোপুরি মিথ্যা অভিযোগ করেছে। তারা নিজেরা মারামারির করেছে। নিজেরা মারামারি করে আমার লোকজনের উপর আবার দায় চাপাচ্ছে। আর যারা আহত হয়েছে, তাদের মধ্যে অনেকে আবার অনেককে মারধর করছে।
হরিরামপুর থানা ওসি শাহ নুর এ আলম জানান, আজ হামলায় উপজেলা চত্বরে তিনজন আহত হয়েছেন। আমরা সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক করেছি। এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury