1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শনিবার, ০৪ মে ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন

দৌলতদিয়া-পাটুরিয়ায় ১২ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ৩৩০ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

ঘন কুয়াশার কারণে টানা ১২ ঘণ্টা বন্ধ থাকার পর রোববার সকাল ১০টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকার কারণে ঘাট এলাকায় ৭ শতাধিক বিভিন্ন ধরনের যানবাহন আটকা রয়েছে।

শনিবার রাত ১০টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে দুর্ঘটনা এড়াতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। রোববার সকাল ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

যাত্রীরা অভিযোগ করে বলেন, কুয়াশায় ফেরি বন্ধ হলে ঘাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে খোলা আকাশের নিচে থাকতে হয়। রাস্তার দুইপাশে কোনো আলোর ব্যবস্থা নেই। টয়লেটের সমস্যা চরম আকার ধারণ করে। পর্যাপ্ত টয়লেট নেই। নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে। মাঝে মাঝে ছিনতাইয়ের ঘটনা ঘটছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি জানান, শনিবার সন্ধ্যার পর থেকেই পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেতে থাকে। রাত ১০টার দিকে যখন পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব ব্যাপক আকার ধারণ করে। নদী পথের মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যায় তখন দুর্ঘটনার শঙ্কায় এ রুটের ১৬টি ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। সকাল ১০টায় কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury