1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শনিবার, ০৪ মে ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন

হরিরামপুরের পদ্মাতীরে ডাস্টবিন স্থাপন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৫৩০ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

অক্সিজেনের রাজ্য গড়ি, হরিরামপুর সবুজে ভরি! এ স্লোগানকে বুকে ধারণ করে মানিকগঞ্জের হরিরামপুরে ‘হরিরামপুর শ্যামলী নিসর্গ’ সংগঠনের উদ্যোগে পদ্মাপাড়ের বিভিন্ন পয়েন্টে গার্বেজ পলিথিনসহ ডাস্টবিন স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার(১৩ মে) সকালে উপজেলার পদ্মাপাড়ের বিভিন্ন পয়েন্টে এসব ডাস্টবিন স্থাপন করা হয়।

আয়োজক সূত্রে জানাযায়, মানিকগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে (হরিরামপুরবাসীসহ) যারা ইদে বা অন্যসময়ে হরিরামপুরের পদ্মাপাড়, পদ্মাপাড় সংলগ্ন ময়না পাড়ার মাঠ ও পদ্মার চরে বেড়াতে আসবেন তাদের ব্যবহৃত প্লাস্টিকের পানির বোতল, কোমল পানীয় বোতল বা ক্যান, চিপসের প্যাকেট, খাবার প্যাকেট, সিগারেটের প্যাকেটসহ আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য হরিরামপুরের পরিবেশ সচেতন তরুণ, যুবকেরা আজ ভোর থেকে সকাল পর্যন্ত পদ্মাতীরের বিভিন্ন পয়েন্টে গার্বেজ পলিথিনসহ ডাস্টবিন স্থাপন করেছেন।

এছাড়া হরিরামপুর উপজেলার বিভিন্ন সড়কের ধারে বৃক্ষরোপণের জন্য সংগঠনের কয়েকজন সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সাথে আলোচনা করেছেন বলেও জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, উপজেলায় বর্ষা মৌসুমে বৃক্ষরোপনের সময় উপজেলা প্রশাসন সর্বদাই পাশে থাকবে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury