মো: মহিদ
মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি ও মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য, নকল কসমেটিকস, কোমল পানীয় ও জুস বিক্রির দায়ে একটি কারখানা ও তিনটি স্টেশনারিকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২৫ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার টাউন বাজার ও বেউথা এলাকায় অভিযান চালিয়ে মুড়ি তৈরির কারখানা ও তিনটি স্টেশনারির দোকানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
আসাদুজ্জামান রুমেল জানান, জেলা প্রশাসক এসএম ফেরদৌস স্যারের নির্দেশনায় মানিকগঞ্জ সদর উপজেলার টাউন বাজার ও বেউথা এলাকায় অভিযান চালানো হয়। মুড়ি তৈরির কারখানা বিথী ফুডস প্রডাক্টসে দেখা যায় মুড়ি তৈরি সাথে সম্পৃক্ত শ্রমিকরা খালি হাতে ও পায়ে স্তুপকৃত মুড়ির ওপর দিয়ে হাটাচলা করছে এবং অপরিচ্ছন্ন মেঝেতে রেখে মুড়ি প্যাকেটজাত করছে। এবং সেই সাথে প্যাকেটজাত পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার কারনে বিথী ফুডস প্রডাক্টস কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা এবং কারখানা পরিবেশ উন্নয়ন ও মোড়কজাত বিধি মেনে পণ্য বিক্রয় করতে নির্দেশনা দেয়া হয়েছে মালিককে।
মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য, নকল কসমেটিকস, কোমল পানীয় ও জুস বিক্রির অপরাধে শহরের যমুনা জেনারেল স্টোরকে ৪ হাজার, যমুনা স্টেশনারিকে ৮ হাজার ও দিলীপ স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নকল ভেজাল প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।