মোঃ শফি আলম:
মানিকগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে মানিকগঞ্জ পৌর সভার ১নং ওয়ার্ডের পশ্চিম সেওতা এলাকায় কাউন্সিলর আবুল কালাম আজাদ মাষ্টারের বাড়িতে এ কর্মসূচির উদ্বোধন করেন ,মানিকগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী এবং পৌর-মেয়র মোঃ রমজান আলী।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জগৎ বন্ধু মন্ডল, পৌরসভার সচিব মোঃ বজলুর রহমান, স্যানিটারী ইন্সপেক্টর মোঃ জসীম উদ্দীন প্রমুখ।
অপুষ্টিজনিত অন্ধত্ব, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ডায়রিয়া ব্যাপ্তিকাল কমানোসহ শিশু মৃত্যুহার কমাতে সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। আগামী ১৯ জুন পর্যন্ত চলবে।
মানিকগঞ্জে এবছর ১ হাজার ৬ শত ৭ টি টিকাদান কেন্দ্রে ৩২শ ১৪ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে ১ লক্ষ ৮৯ হাজার ৫ শত ৬২ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এ ছাড়া বাসস্ট্যান্ড,নৌ-বন্দরসহ জেলার বিভিন্ন পয়েন্টে থেকে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।