1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন

হরিরামপুরের বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা অব্যাহত

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৪৩৭ বার দেখা হয়েছে

শুভংকর পোদ্দার, হরিরামপুর:

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কুঠিরহাট ও লেছড়াগঞ্জ বাজারে নিষেধাজ্ঞা অমান্য করে কাপড়ের দোকান খোলা রাখায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (১৬ই মে) সকালে জেলার হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ বাজারে এবং কুঠিরহাট বাজারে লকডাউনে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কাপড়ের দোকান খুলে ব্যবসা করার অপরাধে চারজন দোকানদারকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল), আইনের ২৫ ধারায় অভিযুক্ত করে মোট ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযুক্ত ব্যবসায়ীরা হলেন মোঃ খলিল, শেখ বাবুল মিয়া, অটল হালদার এবং আমির হোসেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন হরিরামপুর উপজেলা  সহকারি কমিশনার (ভূমি) মোঃ বিল্লাল হোসেন।লকডাউনে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন হরিরামপুর থানা পুলিশ।

উল্লেখ্য: একই অপরাধে গতকাল শুক্রবার সকালে ঝিটকা বাজারে চার কাপড় ব্যবসায়ীকে ৮০হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury